৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

3 weeks ago
52


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বগুড়া গামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অটোভ্যান চালকসহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহতের ঘটনা ঘটে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সিংড়া মাজার রোডে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায় , দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও কমপক্ষে ১১ জন পার্শ্ববতী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মোঃ হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth