পীরগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে। বুধবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে পীরগঞ্জ সিডিপির হলরুমে এই দিবস হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুর রহমান সোহান, গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিধান মন্ডল, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সংস্থার ডাক্তার মোঃ ফাইজুর রহমান ফাহাদ, পীরগঞ্জ প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়,হেলথ অফিসার অভিষেক দাস, কিশোরী মিরা আক্তার প্রমুখ।
সভায় কিশোরী মেয়ে, মায়েরা ও সংস্থার সিএইচ ড্রাব্লু,এইচভিএফ কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্বাস্থ্যবিধির উপরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় ঋতুস্রাবের সময় সুস্থ থাকার বিভিন্ন দিক উল্লেখ্য করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।