পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গিফট ক্যাম্পেইন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে পীরগঞ্জ সিডিপির হলরুমে ১১৩৮ জন শিক্ষার্থীদের মাঝে এই ক্যাম্পেইন হয়।
গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ভাদুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুক হোসেন, সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সাংবাদিক বিষ্ণুপদ রায় সহ আরো অনেকে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ৫টি খাতা, ৫টি কলম, ১কেজি মসুর ডাউল, ১লিটার তৈল, ১কেজি লবন, ১কেজি আটা, ১টি পানির বোতল, ১টি টিফিন বক্স, ও রং পেন্সিল, পেন্সিল, পেন্সিল বক্স বিতরণ করা হয়।