৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

এমন কাউকে সদস্য করবেন না  যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়: ডা. জাহিদ

3 weeks ago
84


নিজস্ব প্রতিবেদক:

‘এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়

‘ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার ( ২৯ মে) সন্ধায় রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে  বিএনপির বিভাগীয় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সাংগঠনিক সম্পাদক আসাদুল  দুলুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

এজেডএম জাহিদ হোসেন বলেন, কোন অবস্থাতেই ৪৭ কে অস্বীকার করা যাবে না। ৭১ কে অস্বীকার করলে চলবে না। ৭ ই নভেম্বর ১৯৭৫ কে ভুলতে পারবে না। ৯০ কেয দি ভূলে যান তাহলে স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠবে। আর ৫ ই আগস্টকে যদি আমরা মনে না রাখি তাহলে  কর্তৃত্ববাদি শাসন আবারও আমাদের মাঝে আসার সম্ভাবনা দেখা দিবে। সেকারণে জুলাই বিপ্লববে আমাদের মনে রাখতে হবে। হৃদয়ে ধারণ করতে হবে।

জাহিদ হোসেন বলেন, ‘ সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্দেশ্য হলো বিএনপিকে জনগণের আরও দোড়গোড়ায় পৌছে দেয়া। আওয়ামীলীগ আমাদের ষোল বছর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেই নাই। সেকারণে আজকে এই সময়ে আমাদের হিসাব নিকাশের পালা।  সেজন্য এমন কাউকে সদস্য করবেন না। যার জন্য মুখ লুকাতে হয় অথবা কেউ কোন কথা বলার সুযোগ পায়। সকল সদস্যদের জন্য একটি সম্মৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হবে। যাতে ক্লিক দেয়ার সাথেই আমরা তৃণমুলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। সতর্কতার সাথে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth