১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গোবিন্দগঞ্জে শাপমারা ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোটের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

3 weeks ago
44


গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার কাটামোড় এলাকায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মোঃ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সাহারুল ইসলাম, শহিদুল ইসলাম, ভিক্ষু শেখ, শহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। কিন্তু অনিবার্য কারণ বসতঃ ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত দায়িত্ব চেয়ারম্যানের দেওয়া হয়। আবু তালেব ৫ আগষ্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারো শূণ্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে করে ওই ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হচ্ছে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth