১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ঘোড়াঘাট থানা সংলগ্ন বাজারে গলিতে গলিতে মিলছে ফেনসিডিলের খালি বোতল

3 weeks ago
80


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আযহা কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা থানার সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে গলিতে প্রায় নিয়মিত ভাবে দেখা মিলছে ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য  ফেনসিডিলের খালি বোতল । এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

স্থানীয়দের মাধ্যমে জানাযায়, প্রায়ই বাজার গলি,ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক নতুন নতুন খালি বোতল দেখা যায়। বোতলগুলোর গায়ে থাকা লেবেল দেখে ধারণা করা হচ্ছে সেগুলো ফেনসিডিল জাতীয় মাদক দ্রব্যের। অথচ এই গলিটি থানার মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত, যা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তোলে।

দোকানিরা বলেন, আমরা প্রতিদিনই দেখছি এসব বোতল। রাতে কে বা কারা এ সব সেবন করে বাজারের বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে থানাই পাশে, সেখানে যদি এমন অবাধে মাদকদ্রব্যের ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ। মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে অভিযান চালাতে শুরু করেছি এবং মাদকসেবীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth