হিলিতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক কৃষানী ও সুধীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নিরাপদ খাদ্য উৎপাদন ও উচ্চ ফলনশীল জাতের ফসলের আবাদ বাড়াতে কৃষক কৃষানী ও সুধীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫অর্থবছরে পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রোববার (১ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়েক কৃষক কৃষানী সুধিজনসহ ১০০ জন অংশগ্রহন করেন।
আলোচনা সভায় কৃষি কর্মকর্তাগন এই প্রকল্পের আওতায় উপজেলায় কিকি কার্যক্রম চলমান রয়েছে সে সম্পর্কে অবগত করেন। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদন ও উচ্চ ফলনশীল জাতের ফসলের আবাদ বাড়াতে পরামর্শ প্রদান করেন।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, আরটিভি ও দৈনিক যুগান্তরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, মাসরাঙ্গা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজিসহ অনেকে।