১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা

3 weeks ago
44


প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল আমদানি এবং কারখানা বন্ধের উদ্যোগ নিতে হবে

কুড়িগ্রাম  অফিস:                                                 

“প্লাস্টিক দূষন আর নয়, প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে আজ ১ জুন, রবিবার কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহ:পরিচালক রেজাউল করিম, প্রবীন হিতৈষী সভাপতি  সামিউলহক নান্টু, সনাক সদস্য মমতাজ নাসরীন ও রওশনঅরা চৌধুরী,বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি‘র প্রতিনিধী মাহাবুব আলম, ইয়েস দলনেতা সাগর মিয়া, গ্রীনভিলেজ কুড়িগ্রাম এর চেয়ারম্যান রশীদ আলী, টিআইবি কুড়িগ্রাম এর এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস প্রমূখ।

মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অংশগ্রহণপূর্বক সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,প্লাস্টিক দূষনের কারনে আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে । দুদিন আগে অল্প বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরে যে জলাব্ধতা সৃষ্টি হয়েছিল তার মূল কারণ প্লাস্টিক। পানি বের হবার নালাগুলো অপচনশীল প্লাস্টিক দিয়ে ভরে গিয়ে পানি বের হবার পথ বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি । বিভিন্ন আইন করেও প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাচ্ছেনা । মাঝেমাঝে কিছু খুচরা ব্যবসায়ীকে ধরে জরিমানা করা হচ্ছে কিন্তু  এতে প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছেনা । প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হলে প্লাস্টিক উৎপাদনকারি কারখানাগুলোতে অভিযান চালাতে হবে এবং আইন করে প্লাস্টিক উৎপাদনের কাাঁচামাল আমদানি নিষিদ্ধ করতে হবে বলে মতামতদেন বক্তারা ।

প্রধান অতিথি সহকারি পরিচালক রেজাউল করিম তাঁর বক্তব্যে সকলকে প্লাস্টিকের বিকল্প পন্য যেমন পাটদিয়ে তৈরী পলিথিন, কাগজের ব্যাগ, চটের ব্যাগ যেগুলো সহজেই পচনশীল এবং দ্রুত মাটিতে মিশে যায় সেসব পন্য ব্যবহারে অভ্যস্ত হবার আহবান জানান ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth