১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

2 weeks ago
34


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৩জুন) সকাল সাড়ে ৯টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের কিশামত পুনকর কসাইটারী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুণকর কসাইটারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে কাঠমিস্ত্রী আব্দুর সালাম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাইসাইকেল যোগে রেল লাইন পারাপারের সময় কুড়িগ্রামগামী তিস্তা লোকাল ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুর সালামের মৃত্যু ঘটে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউনিয়া রেলওয়ের ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন। এলাকবাসী দাবী করেন, রেললাইনের ধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় ট্রেন আসা যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় না। সে কারণে এখানে হরহামেশাই দূর্ঘটনা ঘটে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth