১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

বিরলে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

2 weeks ago
54


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় মঙ্গলবার পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।

বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর অঞ্চল পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় কুমার দেবনাথ, কৃষি প্রকৌশলী আবু শামস বদরুদ্দোজা, বিরল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান প্রমুখও। কংগ্রেসে কৃষক-কৃষানি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth