রাজারহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। বুধবার (৪ জুন) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাইদুল হাসানের সঞ্চালনায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুর রহমান, উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, পিএফএস কৃষক দীপক কুমার রায় ও নন পিএফএস কৃষক তরণী কান্ত রায় প্রমূখ।