গঙ্গাচড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রংপুরের গঙ্গাচড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৪মে) উপজেলা মাল্টিপারপারস হলরুমে অনুষ্ঠিত কংগ্রেস এ
প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা,
রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ (সংরক্ষণ) মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল মজিদ মিয়া, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, ছাত্র সমন্বয়ক মিসবাহুল ইসলাম ফাহিম ও কৃষক প্রনিধিগণ বক্তব্য রাখেন।