৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

নীলফামারীতে রাষ্ট্র বিরোধী যড়যন্ত্রের অভিযোগে ২৪৪ জনের বিরুদ্ধে মামলা

1 week ago
57


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে রাষ্ট্র বিরোধী যড়যন্ত্রের অভিযোগে ২৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

বুধবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এরআগে থানা পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন- উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বহিস্কৃত নেত্রী স্বপ্না শান্তা প্রামানিক (৪০), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের মুশা ঘোপা পাড়া এলাকার মৃত সফি মিয়ার ছেলে বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল (৮০), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মশিয়ার রহমান (৪৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক  শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট (৪৭), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি ও সদরের যদুমনি এলাকার মাঈনুল আরেফিন সপু(৩২), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি (৩০), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু (৫০), উপজেলা কৃষকলীগের সভাপতি মিথুন  চন্দ্র রায় (৫২), উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক  রশিদুল ইসলাম বাবু(৫২), সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ (৪৩), নিতাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন (৭০), বড়ভিটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজির রহমান (৭৫) প্রমূখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও  মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্রের বিরুদ্ধে যড়যন্ত্র করার লক্ষ্যে উপজেলা মোড়ের একটি পরিত্যক্ত ভবনে একত্রিত হয়। এতে পুলিশ গতকাল বিকালের দিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেন। এসময়ে তার সঙ্গে ককটেল সাদৃশ্য ২০ টি বস্তু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম বলেন, রাষ্ট্র বিরোধী যড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছেন। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth