২৬ কার্তিক, ১৪৩২ - ১০ নভেম্বর, ২০২৫ - 10 November, 2025

উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

5 months ago
131


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে  রেজাউল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা, দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রেজাউল ইসলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির আশপাশের খালবিলে পানি বৃদ্ধি পাওয়াতে পরিবারের সবার অজান্তে মধ্যরাতে রেজাউল ইসলাম মাছ ধরার জন্য হাতে ক্যাটা (খোঁচা), টর্চ লাইট ও পলিথিনের ব্যাগ নিয়ে বের হয়। নতুন পানি হলে মাঝে মধ্যই তিনি রাতে মাছ ধরতে যান ও ভোর রাতে ফিরে আসে। তবে সেই রাতে বাসায় ফিরে আসেন নাই তিনি। পরে সকালে স্থানীয় লোকজন ফজরের নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে দেখতে পান রেজাউল ইসলাম মারা গিয়ে মুখ ধুবরে পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রেজাউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ে করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth