১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি

2 weeks ago
74


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে গরিবের চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরু শামীম স্বপনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। বুধবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দিনাজপুরের উপ-সচিব রিয়াজ উদ্দিনের একটি স্বাক্ষরিত পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

তিনি বলেন, গত ঈদুল ফিতর উপলক্ষে সরাকারের বরাদ্দকৃত ১৮ মেট্রিকটন ভিজিএফ চাল বিতরনের অভিযোগ করে স্থানীয় কিছু উপকারভোগী। পরে সেই অভিযোগের ভিত্তিত্বে তদন্ত করে সত্যতা মিলে। পরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরণ তদন্তের রিপোর্ট প্রেরণ করা হলে বুধবার (৪ জুন) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্যানেল চেয়ারম্যানের বিষয়ে আইনগত কোন ব্যবস্থা নেওয়া হবে কি না এই বিষয়ে জানতে চাইলে তিনি আরোও বলেন, প্রাথমিক ভাবে প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহত দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে যদি কোন ব্যবস্থা নেওয়া নির্দেশনা আসে তাহলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth