পীরগঞ্জে বিদ্যুতের জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারে উপজেলা চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মুত পয়গাম আলীর ছেলে।
পীরগঞ্জ থানর ওসি তাজুল ইসলাম জানান, বাড়ির নির্মানাধীন ঘড়ের ছাদে পানি দেওয়ার সময় ঐ ব্যক্তি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।