৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

পলাশবাড়ীতে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ নিহত -৩ আহত -৩

1 week ago
62


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইক সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

৬ মে শুক্রবার বিকেলে গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী উপজেলার দোকানঘড় নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

নিহতরা  হলেন উপজেলার বেতকাপা ইউপির খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটো চালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত(১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুরুল (১৮)।

আহতদ ৩ জন কে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth