৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

4 weeks ago
40


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু ইব্রাহীম আলী (০৮) ও তাবাসসুম (০৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, ইব্রাহীম আলী, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিনজন মিলে বাড়ীর পাশের ফলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমান (১০) নামের একজনকে জীবিতি উদ্ধার করে। পরে আধাঘণ্টা পরে উদ্ধার হয় তাবাস্সুম। তৎক্ষনাত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টাখানিক পরে উদ্ধার হয় ইব্রাহীম আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। তিনটি বাচ্চা একসাথে ফুলকুমার নদে মাছ ধরতে নেমে। পানিতে পড়ে গেলে একজকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু আর দুইজনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। বিষয়টি খুবই মর্মান্তিক।  নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth