২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ডিমলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত

2 weeks ago
23


ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:

জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টির ডিমলা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার ( ১৭ জুন) সন্ধ্যায়  নীলফামারীর ডিমলায় ডালিয়া সাবা হোটেলে দুই ঘণ্টা ব্যাপী ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোশারেফ হোসেন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি শাহ আব্দুল আজিজ, রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি শাকিল প্রধান, জিয়ারুল ইসলাম জিয়া, রায়হান উল আলাম রুমি, মনিরুজ্জামান মনির  প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহা উদযাপনের মধ্যে যে শিক্ষা দেয় তাহলো প্রত্যেক মানুষের হৃদয়ে যে পশুত্ব ভাব রয়েছে তা কোরবানি করা। ন্যায় মূল্যবোধের মানুষ হিসেবে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় সাম্য, মর্যাদা ন্যায়বিচারের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে সাথে নিয়ে কাজ করবেন বলে নেতৃবৃন্দ জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth