২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

2 weeks ago
30


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

"স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মৎস্য উৎপাদন খামার ব্যবস্থ্যাপক মোঃ সামসুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রম অফিসার সতিশ চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুশ্রমের ভয়াবহতা এবং এর সামাজিকও অর্থনৈতিক কুপ্রভাব সম্পর্কে আলোকপাত করে তিনি বলেন, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিনিয়ে নেয়। সরকার দেশকে সকল প্রকার শিশুশ্রম থেকে মুক্ত করার জন্য বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রত্যেকেই শিশুশ্রম নিরসনে নিজ নিজ অবস্থানথেকে কাজ করার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশুশ্রমও বাল্য বিবাহ বিরোধী কার্যক্রম তুলে ধরে অনুষ্ঠানে সভাপতি বলেন, দারিদ্রতা, সচেতনতার এবং শিক্ষার সুযোগের অভাবই শিশুশ্রমের মূল কারণ। এই সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।  শুধু আইন প্রয়োগই নয়, শিশুদের স্কুলে ফেরানো এবং তাদের পরিবারের জন্য বিকল্প আয়ের উৎস তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুশ্রমের সঙ্গে জড়িত শিশুদের চিহ্নিত করে তাদের পুনর্বাসন এবং শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার উপর জোর দিতে হবে। ইতিমধ্যে স্কুল থেকে ঝড়ে পড়ে শিশুশ্রমে জড়িত ৮ জন শিশুকে আর্থিক প্রনোদনা প্রদান করে তাদের আবার স্কুলে যোগদানে সহযোগীতা করেছে ওয়ার্ল্ড ভিশন। শিশুশ্রম প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং স্থানীয় পর্যায়ে শিশুশ্রমের ঘটনা দেখা গেলেতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণকে উৎসাহিত করা হবে।

আলোচনা সভা শেষে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্যএকটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎনিশ্চিত করার শপথ গ্রহণকরা হয়। এরপুর্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth