৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে যুবকের মৃত্যু

3 weeks ago
79


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক সন্তানের জনকের। ওই যুবক মৃগি রোগে আক্রান্ত বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়ন এর গাবেরতল এলাকায়। তিনি ওই এলাকার আফসার আলীর পুত্র।

স্থানীয়রা জানান, দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ির পাশে পুকুরপাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় তার মা হাত ধরেও তাকে আটকাতে না পেরে এলাকাবাসীকে ডাকতে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth