২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

পাগলাপীরে সরকারি পাবলিক লাইব্রেরি হচ্ছে

2 weeks ago
27


পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ

পাগলাপীরেই হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরি। যাচাইবাছাই শেষে পাগলাপীর স্কুল ও কলেজের কাছে সরকারি জমিতে এটি নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। গতকাল রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন  গত ১৯ জুন ২০২৫ সকালে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে দেশের ৪৪ টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সাংবাদিককে জানান, রংপুর সদরের পাগলাপীর এলাকা নির্ধারিত জায়গায় লাইব্রেরি ভবনটি নির্মিত হবে। আমি নির্মাণের স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে পাগলাপীর স্কুল ও কলেজের কাছে সরকারি জমিতে এটি নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে। পাবলিক লাইব্রেরি নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকা (পাগলাপীর রংপুর প্রতিনিধি) সাংবাদিক আব্দুর রহিম৷ সরকারি পাবলিক লাইব্রেরি পাগলাপীরে স্থাপন হলে সবার মাঝে মেধার বিকাশ ছড়িয়ে পড়বে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth