নাগেশ্বরীতে নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা দিবস-২০২৫” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিয়ে বিরোধী ম্যারাথন/সাইকেল র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, সমৃদ্ধি কর্মসূচির আওতায়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রোববার বিকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠান হয়। ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল সাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ।