৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ বাইক আরোহী নিহত

2 weeks ago
47


নীলফামারী  প্রতিনিধি:

নীলফামারীতে চিলাহিটিগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত  হয়েছেন। বুধবার সকালে (২৫ জুন) জেলা সদরের পলাশবাড়ি এলাকার জ্ঞানদাস কানাইকাটা রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হচ্ছেন- নীলফামারী সদরের চওড়া বড়গাছার আরাজি দলুয়ার কাল্ঠু মামুদের ছেলে সন্তোস (৪৮) ও একই এলাকার শেলটুর ছেলে ভবেস (২৮)।   সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুজন মোটরসাইকেল আরোহী রেললাইন পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এসময় প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় ট্রেনটি।

এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী মারা যান। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth