২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত আহত ৩

1 week ago
57


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে ইট বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে।   গত বৃহস্পতিবার  রাত দেড়টা দিকে সদর ইউনিয়নের মুশা ভেরভেরি শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস  ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রংপুর জেলার  বদরগঞ্জ  উপজেলা   হতে  ইট বোঝাই   ট্রাক ডেলিভারি দেয়ার জন্য কিশোরগঞ্জ বাজার অভিমূখে যাওয়ার পথে   মুশা ভেরভেরি শ্মশান এলাকায়  বালু বোঝাই ট্রাক কে সাইড দিতে গিয়ে   ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের ভিতরের ক্যাবিনে ঘুমন্ত হেলপার আশীষ রায় (৩০) চাপায় ঘটনাস্থলেই  মারা যান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও  থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth