৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

ডিসিআই ও আরএসসি’র উদ্যোগে ডিমলায় “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প” অনুষ্ঠিত

2 weeks ago
49


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- 
ডিসিআই ও আরএসসি’র উদ্যোগে ডিমলায়  বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

 ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ২০০৭ সাল থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় ২৮ জুন (শনিবার) সকাল ১০ টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) কলেজে বিনামূল্যে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। 
সুবিধাবঞ্চিত মানুষ যাদের চোখের ছানি অপারেশন এবং ঔষধ বা চশমা ক্রয় করার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই উক্ত ক্যাম্পের উদ্দেশ্য। চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের চিকিৎসকবৃন্দ।

জানা যায়, চক্ষু ক্যাম্পে ১৩০০ এর অধিক দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৮০ জন ছানি রোগী, ৬৬০ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। এর মধ্যে ৫০০ জন রোগীকে তৎক্ষণাৎ চশমা প্রদান করা হয় এবং বাকী রোগীদের আগামী ৫ জুলাই এই কেন্দ্র হতে চশমা প্রদান করা হবে। এছাড়াও ৬৩০ জন রোগীকে ঔষুধ প্রদান করা হয়।  ছানি রোগীদের  আগামী ২৮ ও ২৯ জুন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে। 

চক্ষু ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার দৃঢ় অঙ্গীকার। উক্ত ক্যাম্প হতে আপনারা বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়াও কারো কোন ধরনের চোখের চিকিৎসার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ সুচিকিৎসা প্রদান করার যাবতীয় ব্যবস্থা গ্রহন করবো। 

তিনি আরো বলেন, নীলফামারী জেলা সহ ডোমার-ডিমলা অঞ্চলের সুবিধা-বঞ্চিত অধিবাসীরা চোখের সুচিকিৎসার অভাবে  কষ্ট পাবে না । একটি মানুষও বিনা চিকিৎসায় অন্ধ হবে না। খুব শিঘ্রই অত্র অঞ্চলকে আমি অন্ধত্ব মুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিতে চাই । এজন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।

চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সদর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ডিআর,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল জব্বার,বালাপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি হামদুল ইসলাম,উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান,স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক জাফর সহ বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রমুখ 

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং ক্যাম্পের শুভকামনা করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরএসসি-ডিসিআই- এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth