২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

‎রংপুর জেলা ও মহানগর  এনসিপির কমিটি  ঘোষণা,  স্থান  পায়নি ত্যাগীরা, সমালোচনার ঝড়

1 week ago
98


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) রংপুর জেলা ও  রংপুর মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত ১৯ সদস্য বিশিষ্ট জেলা ও ১৬ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এদিকে এই কমিটিতে ত্যাগীদের স্থান না দেওয়াসহ জাতীয় পার্টির নেতাকে স্থান দেওয়ায় দেখা দিয়েছে সমালোচনার ঝড়। অনেকেই কমিটি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ জুন ২০২৫) এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ) সারজিস আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আসাদুল্লাহ আল গালিবকে প্রধান সমন্বয়কারী ও এরশাদ হোসেন, মনিরুল ইসলাম সুমন  আব্দুল আজিজ সাঈদ চৌধুরী, খলিলুর রহমান সহ ৪ জনকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর  জেলা সমন্বয় কমিটির গঠিত হয়েছে।

অপরদিকে সাদিয়া ফারজানা দিনাকে প্রধান সমন্বয়কারী ও শান্তি কাদেরী, আলমগীর নয়ন, মাহমুদুল ইসলাম মারুফ, আলমগীর কবির,বেলাল হোসেন খন্দকার মইনুল হক

সহ ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর  সমন্বয় কমিটির গঠিত হয়েছে।

এদিকে এনসিপি রংপুর মহানগর ও জেলা কমিটি ঘোষণার পর দলটি নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। কমিটিতে ত্যাগীদের  স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অনেকে। যাদের কমিটিতে রাখা হয়েছে হাতেগোনা কয়েকজন বাদে  অনেকেই অচেনা বলে জানান তারা। মহানগর কমিটিতে যুগ্ম  সমন্বয়কারী পদে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক শান্তি কাদেরীসহ বিতর্কিত কয়েকজনকে রাখায় খুব আলোচনা সমালোচনার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।দেখা দিয়েছে আলোচনা সমালোচনার ঝড়।  অনেকেই কমিটি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাদের অবদান ছিল। যারা এনসিপি গঠনের শুরু থেকে ছিলেন, রাজপথে ছিলেন সেই ত্যাগী নেতাদের  কমিটিতে রাখা হয়নি। অচেনা অজানা লোকদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। যা কোনভাবে মেনে নেওয়া যায় না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মিডিয়া মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ  রাজিমুজ্জামান হৃদয় তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, এনসিপির রংপুরের কমিটি গঠন হয়েছে। ৫/৬ জন ব্যতিত কমিটিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে কয়জন অংশ নিয়েছিল? কয়জন সংগঠনের জন্য কাজ করেছে এতদিন চাটুকারিতা বাদ দিয়ে? তবুও অভিনন্দন।

এইসব সিদ্ধান্তে গোড়ায় গলদ স্পষ্ট—ব্যক্তিস্বার্থ আর পক্ষপাতের ফল। তৃণমূলের কণ্ঠরোধ করে গড়া কমিটির খেসারত একদিন দিতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্র ও সংগঠক নাহিদ হাসান খন্দকার  তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, হাতে গোনা ২,৪ জন ছাড়া জুলাই গনঅভ্যুত্থানে বাকি একজনকেও দেখি নাই। যাই হোক তবুও অভিনন্দন।

বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন  রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে বলেন, ত্যাগীরা কমিটিতে কই? মীম ভাইয়ের মতো মানুষ এত নিচে কেন?ইমরান হোসেন ভাইকে সদস্য করে অপমানিত করা হলো। রংপুরে এনসিপিকে পরিচয় করিয়ে দেওয়া শেখ রেজওয়ান ভাইয়ের নাম নাই কেনো? আবরার সামির নাম নাই কেনো?

ত্যাগীদের মূল্যায়ন না করে গোড়ায় গলদ আর ব্যক্তিস্বার্থ জড়িয়ে এমনটা করার খেসারত দিবে তৃণমূল,বড় নেতা-নেত্রীরা তো আরাম আয়েশেই থাকবে। আশারাখি সংশোধিত হবে, সকলের জন্য শুভকামনা।

তবে রংপুর জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব জানান, দেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপির পথচলা শুরু হয়েছে। এ দেশে আর কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।

এ বিষয়ে রংপুর মহানগর  সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা জানান, দেশে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এনসিপি সেই প্রয়োজন মেটাতে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার এতদিন বাস্তবায়ন হয়নি। এনসিপি সেই অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত এবং ইনশাল্লাহ জনগণের ভোটে সরকার গঠন করবে।

তবে রংপুর জেলা ও মহানগরের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করার বিষয় কোনো কোন কথা বলতে রাজি হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth