৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

আজ বিরলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন

2 weeks ago
28


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

আজ ৩০ জুন সোমবার সকাল হতে বিরলে ৩ দিন (৩০ জুন-২ জুলাই) ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হবে। মেলায় উচ্চমূল্য সবজি প্রদর্শন, উচ্চমূল্য ফল প্রদর্শন, মডেল কৃষি বাড়ি,ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি,  জৈব বালাইনাশক প্রদর্শন,মাটির স্বাস্থ্য  সংরক্ষণ, বস্তায়/পুকুর পাড়ে/রাস্তার ধারে সবজি চাষ, নিরাপদ ফসল উৎপাদন, কৃষিতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রদর্শনী থাকছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, উচ্চমূল্য সবজি প্রদর্শনের স্টলে বিভিন্ন ধরনের সবজি, সবজির পুষ্টি/কাজের পোষ্টার (মি. কুমড়া, চাল কুমড়া, লাউ, পটল, বরবটি, বাধাকপি, ফুলকপি, ঢেঁড়শ, চিচিঙ্গা, বিশা, বেগুন, টমেটো, লতিকচু সহ অন্যান্য), উচ্চ মূল্য ফল প্রদর্শন স্টলে বিভিন্ন ধরনের ফল, ফলের পুষ্টি/কাজের পোষ্টার (জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, জামরুল, আমড়া, ড্রাগন, তাল (ফাবিযুক্ত), কামরাঙ্গা, পেঁপে, তরমুজ (হলুদ ও কালো ২ টি করে), আতা, চালতা, ডেউয়া, আমলকি, কতবেল, বাতাবি লেবু তেঁতুল, লটকন, আগুর, সফেদা, ডালিম, করমচা, চায়না কমলা, বন খেজুর, পিচফল, জলপাই, লেবু বেল, আলু বখরা সহ অন্যান্য, মডেল কৃষি বাড়ি স্টলে মডেল কৃষি বাড়ির সকল প্রযুক্তি লাইভ (প্লট/ট্রে) ঘর বসানোর ট্রে ১টি, ঘর ২টি, সবজি উৎপাদন বেডসহ ট্রে ১টি, বেড়া ও মাচা, পুকুর ১টি, পুকুর পাড়ের মাচা ১ টি, ভার্মি কম্পোষ্ট চেম্বার চালাসহ ১ টি, মিশ্রফল বাগানের ট্রে ১ টি, টিউবওয়েল, মটর, ট্যাংকি, চিকন পাইপ, চারা (বেগুন, টমেটো, মরিচ, পুইশাক, করলা), বস্তায় আদা/হলুদ/সবজি চাষ, লতি কচুর চারা, চারা (বারমাসি আম, বারমাসি কাঁঠাল, সজিনা, আনাজি কলা, ডালিম, মাল্টা, লেবু, কুল, জাম, আমলকি, পেয়ারা, পেঁপে, চালতা, আতা), ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তির স্টলে ফসলের গ্রেডিং ও বীজ সংরক্ষণ, জৈব বালাইনাশক প্রদর্শন স্টলে ইস্পাহানী, মাটির স্বাস্থ্য সংরক্ষণ স্টলে পোষ্টার (অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের কুফল, রাসায়নিক সারের কাজ, ভেজাল সার চেনার উপায়) বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার (ভার্মি কম্পোস্ট, কুইক কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, খামার জাত সার, শুকনো গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিংক, বোরণ, সালফার, ম্যাগনেশিয়াম) পিএইচ মিটার, বস্তায়/পুকুড় পাড়ে/রাস্তার ধারে সবজি চাষ স্টলে বস্তায় সবজি, পুকুর তৈরি, রাস্তা তৈরি, রেল লাইন তৈরি, কৃষি উদ্যোক্তা স্টলে সৈয়দপুর, মধু, মাশরুম, নিরাপদ ফসল উৎপাদন স্টলে মালচিং পদ্ধতিতে চাষাবাদ প্লট, বিভিন্ন জৈব প্রযুক্তি প্রদর্শিত চাষাবাদ প্লট, কৃষিতে তথ্য প্রযুক্তি স্টলে পোষ্টার (বিভিন্ন এ্যাপস), কল সেন্টারের নম্বর (বিভিন্ন) কীটনাশক বোতলের লেবেলের বিভিন্ন রং চিহ্নিত, ড্রোন, মোবাইল, রেডিও, বিভিন্ন ধরনের লিফলেট প্রদর্শনেরব্যবস্থারাখা হয়েছে। এ প্রদর্শনী থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং অন্যান্য উদ্যোক্তগণ প্রযুক্তিগত বিদ্যায় নিজেকে আরো বেশি পারদর্শী করে গড়ে তুলতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth