২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

"আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য, রংপুর"-এর উদ্যোগে রংপুরে "ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি" প্রোগ্রাম অনুষ্ঠিত

1 week ago
162


আজিজা সিদ্দিকা পপি;

আজ ২৯ জুন ২০২৫, রবিবার, সকাল ১০:৩০ মিনিটে আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখা (RHSTEP- Oporajeyo Tarunyo (UYP Project), Rangpur)- এর উদ্যোগে “ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি প্রোগ্রাম” শীর্ষক একটি গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউওয়াইপি প্রজেক্ট রংপুর শাখার কার্যালয়ে।

“সমতাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বিনির্মাণে গঠনমূলক কর্মকৌশল নিশ্চিত করে টেকসই উন্নয়ন, গড়ে তোলে সমৃদ্ধ জাতি" -এই প্রতিপাদ্যকে সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মল্লিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পীরগঞ্জ উপজেলা, রংপুর; জনাব মাধুরী সূত্রধর, এরিয়া কো-অর্ডিনেটর, রাইট হেয়ার রাইট নাও, রংপুর; জনাব কুন্তলা চৌধুরী, ডিপার্টমেন্ট হেড, জাতীয় জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, রংপুর এবং জনাব মাহজাবিন মৌ, স্টাফ রিপোর্টার, দেশ নিউজ বিডি ২৪ এবং জনাব আজিজা সিদ্দিকা পপি, স্টাফ রিপোর্টার, দইনিক আমাদের প্রতিদিন।  এছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়; অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রজেক্ট রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। এরপর পরিচিতি পর্ব শেষে RHSTEP ও অপরাজেয় তারুণ্য (UYP Project) সম্পর্কে পরিচিতিমূলক সংক্ষিপ্ত বিবরণ ও "Inclusion & Gender Equity"-শীর্ষক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে  করণীয়সমূহ, জেন্ডার ট্রান্সফর্মেটিভ এপ্রোচ, জেন্ডার ইকুটি, ইনক্লুশন প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। প্রেজেন্টেশনের পরে অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা তাদের ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রের সাথে সম্পর্কিত নানান অভিজ্ঞতা তুলে ধরেন। এর পাশাপাশি দেশে দেশের নানা খাতে ইনক্লুশন এন্ড জেন্ডার ইকুটি নীতি্র বাস্তবায়ন করার ওপর জোর দেন। আলোচকবৃন্দ লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং দেশের প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন কমিটি করে সেগুলোকে কার্যকর করার কথাও তুলে ধরেন। এর পাশাপাশি তারা ব্যক্তি ও সামাজিক স্তরে জেন্ডার ইকুইটিকেন্দ্রিক সচেতনতার ওপর জোর দেন।

আলোচক ও অতিথিবৃন্দ সমাজে বিদ্যমান লৈঙ্গিক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার এবং কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। অতিথিবৃন্দের বক্তব্যের পরে অংশগ্রহণকারীগণ বক্তব্য রাখেন। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে একটি সচেতন ও সমতা ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সকলের বক্তব্য শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth