২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

পলাশবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬  অর্থ বছরের প্রস্তাবিতও সাধারণ বাজেট ঘোষণা

1 week ago
18


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার  প্রস্তাবিত ও সাধারণ বাজেট  ঘোষণা করা হয়েছে। একই সাথে ব্যয় নির্ধারিত করা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ টাকা।

২৯ জুন রোববার বিকেলে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পলাশবাড়ী পৌরসভার প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার। 

অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মর্তুজা ইলাহী ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। এতে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। ফলে বাজেটে ৫৬ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহম্মেদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন ও উপজেলা যুব জামায়াত সভাপতি শামীম হাসান প্রমুখ।  

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌরসভার অফিস সহকারি মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় পৌরসভাকে খ-শ্রেণীতে উন্নীত করণ, ২০ কি. মি. রাস্তা পাকাকরণ, ৫ কি. মি. রাস্তা সংস্থার, ৫ কি. মি. ড্রেন নির্মাণ, পৌর এলাকার রাস্তায় সোলার বাতি স্থাপন ৩শ’ টি, পৌর ভবন নির্মাণ, পৌল কিচেন কাম সুপার মার্কেট নির্মাণ, পৌর এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ ও বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, ভ্যানের মাধ্যমে বাড়ি হতে ময়লা কালেকশনে সর্বোচ্চ সেবা প্রদান, পৌরসভায় ৪টি স্বাগত গেইট নির্মাণ, পশু জবাই খানা নির্মাণ ও যানজট নিরসনে বাস, অটো-সিএনজি বাসস্ট্যান্ড নির্মাণ ছাড়াও সম্ভাব্য অন্যান্য অগ্রাধিকার উন্নয়নে দিক-নির্দেশনামূলক নানা পরিকল্পনা উল্লেখ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth