৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রাজারহাটে ফার্মাসিস্টের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীদের মানববন্ধন

2 weeks ago
25


কুড়িগ্রাম প্রতিনিধি:

কর্মরত অবস্থায় একজন ফার্মাসিস্টের উপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফরা। সোমবার সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই বর্বর হামলায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্সান্টেন্ট বিভাগে কর্তব্যরত ডা: উম্মে কুলসুম বিউটি,মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ অন্যান্যরা।

উল্লেখ্য গত শনিবার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর সন্ত্রাসীরা হামলা করে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth