২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

তারাগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধার নিহত

1 week ago
19


তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :

তারাগঞ্জে সড়ক দূঘটনায় এক মানিসক ভারসাম্যহীন বৃদ্ধা (৫৮) নিহত হয়েছে। বোববার ( ৩০ জুন) সকাল সাড়ে ৬ টায় রংপুর- দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর খুনিয়ার দোলা নামক এলাকায় বাসের ধাক্কায় ওই বৃদ্ধা নিহত হয়। প্রত্যক্ষদশিরা জানান, মানসিক ভারসাম্য ওই বৃদ্ধা বেশ কয়েকদিন ধরে ঘনিরামপুর এলাকায় ঘোরা ঘুরি করছিলেন। নিজে নিজেই কথা বলেতন। কেউ নিজে উপযোগি হয়ে খাবার দিলে খাবার খেতেন। ঘটনার দিন সকালে রাস্তা পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই বৃদ্ধার নিহত হন। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান সড়ক দুঘটনায় বৃদ্ধার নিহতের কথা স্বীকার করে বলেন, নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেগে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth