২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

বিরলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন

1 week ago
24


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ৩ দিন (৩০ জুন-২ জুলাই) ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করা হয়।

মেলায় উচ্চমূল্য সবজি প্রদর্শন, উচ্চমূল্য ফল প্রদর্শন, মডেল কৃষি বাড়ি,ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, জৈব বালাইনাশক প্রদর্শন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তায়/পুকুর পাড়ে/রাস্তার ধারে সবজি চাষ, নিরাপদ ফসল উৎপাদন, কৃষিতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রদর্শনীর স্টল বসানো হয়েছে।

৩০ জুন সোমবার মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে কী-নোট স্পিকার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বরকত উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী আজমীর হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভাশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিসহ অতিথিবৃন্দকে এবং কৃষি তথ্য প্রচারে বিশেষ অবদান রাখায় বিরল প্রেস ক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিনামূল্যে বিভিন্ন ফলজ চারা উপস্থিত কৃষক/কৃষাণীদের মাঝে বিতরণ করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth