২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশে শান্তি-শৃঙ্খলা আসবে না- ডা জাহিদ হোসেন

1 week ago
33


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে না। শান্তি ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, সুশাসনের মাধ্যমে। যে কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, পালিয়েছে। ঠিক একই জিনিস আমরাও যদি কেউ কেউ পুনরাবৃত্তি করার চেষ্টা করি, তাহলে মনে রাখতে হবে তারা স্বৈরাচারের দোসর, তারা ষড়যন্ত্রকারী। তাদেরকে সবাই মিলে ঐক্যবন্ধভাবে রুখে দিতে হবে।

সোমবার (৩০ জুন) বিকালে দিনাজপুরের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কার্যালয়ে উপজেলা শাখা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ওরফে রাজা মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth