আবু সাঈদ হত্যা মামলা সহ জুলাই বিপ্লবের সকল শহীদের বিচার নিশ্চিত করতে হবে আবু সাঈদ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়গার জন্য জীবন উৎসর্গ করেছে

নিজস্ব প্রতিবেদক:
আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতকর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার কোন আসামি যেন আইনের কোন ফাঁকফোকর দিয়ে ছাড় না পায় সেটা খুব জরুরি। এটা বিচারক,আইনজীবী ও স্বাক্ষীদের বড় দায়বদ্ধতা আছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আদালতে যেন প্রকত তথ্য প্রমাণ তুলে ধরা হয়।
আমরা যারা এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম তার মধ্যে অন্যতম আবু সাঈদ। সে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সকল বৈষম্যের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা তার কাছে চিরকালের জন্য ঋনী।
এই মামলায় সকল আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছে বলেন, মামলায় দ্রুত চার্জ গঠণ ও আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত তা খুব ইতিবাচক।
তিনি বলেন আনেক বড় বড় পুলিশ কর্মকর্তারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তাদের বাইরে রেখে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়।
তিনি বলেন শুধু আবু সাঈদ হত্য মামলা নয় জুলাই বিপ্লবের সকল শহীদের সুষ্ঠ বিচার প্রক্রিয়া নিশ্চিত করবে হবে সরকারকে। তা না হলে শহীদের পরিবার ও তাদের আত্মা শান্তি পাবে না।