২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

পীরগঞ্জে শিশু বলাৎকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

1 week ago
52


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাচগাছি জনতার বাজারে শিশু বলাৎকারীকে গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মানব বন্ধন করে স্থানীয় লোকজন। পাঁচগাছি ভুমিহীন সমিতি এ মানব বন্ধনের আয়োজন করে। এতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

এ সময় নিজেরা করি সংগঠনের সমন্নয়ক জয় শংকর এর উপস্থাপনায় বক্তব্য রাখেন-সংগঠনের গাইবান্ধা অঞ্চলের সমন্নয়ক মেজবাহ উদ্দিন,কমিউনিষ্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান,প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আজিজার রহমান,ভুমিহীন গ্রাম কমিটির সভাপতি আজিজার রহমান,ভুমিহীন ইউনিয়ন কমিটির সভাপতি মাহমুদা বেগম ও ভিকটিমের মা লিপি বেগম প্রমুখ।

উল্লেখ,পাচগাছি গ্রামের মমিনুল ইসলাম আঙ্গুল মিয়ার শিশু পুত্র আফিফ আহমেদ কে নির্জনতার সুযোগে গত ২৩ জুন একই গ্রামের নুরুল কবিরের ছেলে মুশফিকুর রহমান(১৯) বলাৎকার করে। পরদিন ২৪ জুন এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। এখন পর্যন্ত পুলিশ অভিযুুক্তকে গ্রেফতার করেনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth