১৭ বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:
১৭ বছর পর আগামী শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জেলা ও মহানগর জামায়াতে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
তিনি আরও বলেন, প্রায় ১৭ বছর পরে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রায় ২ লক্ণ মানুষের সমাগম হবে।
আবদুল হালিম বলেন, “১৪ বছরের কারা জীবন শেষে রংপুরের গর্বিত সন্তান এ টি এম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসভা হবে ত্যাগের মূল্যায়ন, অন্যায়ের প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
তিনি আরও বলেন, “জনসভা সফল করতে ছাত্র-শ্রমিক-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিভাজন ভুলে জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।”
জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।
এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজীসহ জেলা ও মহানগরের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৪ জুলাই জনসভা বাস্তবায়ন উপলক্ষে বুধবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, টার্মিনাল, মর্ডান, মাহিগঞ্জ, সাতমাথা, জাহাজ কোম্পানি মোড় ও শাপলায় শেষ হয়।