২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

কু‌ড়িগ্রা‌মে অ‌টো‌রিকশা উল্টো বৃ‌দ্ধের মৃত‌্যু, আহত ৩

5 days ago
56


কু‌ড়িগ্রাম প্রতিনিধি :

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশা উল্টো কপিল উদ্দিন(৯০)না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হয়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্প‌তিবার (৩ জুলাই)বেলা ৩টার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের যাদু‌পোদ্দার এলাকায়। নিহত ক‌পিল উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মের মইনউদ্দি‌নের ছে‌লে। এ ঘটনায় আরো তিনজন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

আহতরা হ‌লেন, অ‌টোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪), শাহানা বেগম (৩৫)। তা‌দের সবার বা‌ড়ি বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মে।

পু‌লিশ ও নিহ‌তের স্বজনদের সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌ম থেকে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টোরিকশা‌যো‌গে আটজন যা‌ত্রী উপ‌জেলার পা‌তিলাপুর গ্রা‌মে দাওয়াত খাওয়ার জন‌্য রওনা দেন। প‌থিম‌ধ্যে যাদু‌পোদ্দার এলাকায় পৌঁ‌ছি‌লে এক‌টি বালু ভ‌র্তি ট্রাক্টর‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে রাস্তা‌ থে‌কে অ‌টোরকশা‌টি খা‌দে প‌ড়ে যায়। এ সময় আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গে দা‌য়িত্বরত উপসহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (স‌্যাক‌মো) রা‌শেদ পার‌ভেজ জানান, ক‌পিল উদ্দিন‌কে মৃত অবস্থায় হাসাপাতা‌লে আনা হ‌য়ে‌ছে। অন‌্যদের চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ব‌লেন, প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় মরদেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হ‌বে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth