৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1 week ago
74


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ শ্লোগানগুলোকে সামনে রেখে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে বেলা ১২ টায় মিঠাপুকুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পরে দুপুর ২-৩০ মিনিট হতে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ চলে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু। অনুষ্ঠানে মিঠাপুকুর আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোতাহারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের ভোটারগণসহ অন্যান্য নেতাকর্মিরা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ভোটকালীন সভাপতি নিযুক্ত হয়ে পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে দুপুর ২-৩০ হতে বিকেল ৪-৩০ পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করেন। পরে জীবনপুর মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে ৬ টি বুথে ভোট গণনা শুরু হয়। প্রতিটি বুথে ৩ টি ইউনিয়ন ভোট দিতে পারবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সমন্বয়ক লিটন পারভেজ, সদস্য রাজিব চৌধুরী ও ময়েন উদ্দিন।

উল্লেখ্য- মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বাষিক সম্মেলনে ১হাজার ২০৭  জন ভোটার। ৪ পদে (যথা- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) মোট ১৭ জন প্রার্থী। সভাপতি পদে ২জন, সিনিয়র সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন ( ৩ জন মনোনয়ন নেয় ও জমা দেয় পরে ১জন প্রার্থীতা তুলে নেন), সাংগঠনিক সম্পাদক পদে ৮জন নির্বাচন করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ভোট চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth