২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক না হওয়ায়  শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনদের নিয়ে মতবিনিময়

4 months ago
567


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ইং সালের এসএসসির ফলাফল সন্তোষজনক না হওয়ার পাশাপাশি ফলাফল খারাপ হওয়ায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারুল হক এসএসসি  পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীসহ তাদের অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।

বৃহস্পতিবার ৩১শে জুলাই বিকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্ষন্ত চুল-ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে সবার সম্মতিক্রমে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়। 

চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম লিটন, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় পাশের হার কি কারনে খারাপ হইল এনিয়ে চুল ছেঁড়া পর্যালোচনা উঠে আসে যে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি না হওয়ায় ফলাফল খারাপ হওয়ার মূল কারণ। যে সকল ছাত্র-ছাত্রী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসে না তাদের অভিভাবককে মুঠোফোনের মাধ্যমে অথবা সরাসরি সংবাদ পাঠিয়েও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত করাতে পারেনি বলে শিক্ষক মহোদয়ের বক্তব্য এসব কারণ উঠে আসে। এছাড়াও শিক্ষার্থীরা বইপত্রের সঙ্গে সঠিক সম্পর্ক না হওয়ায় ফলাফল এমনটি হয়েছে।

মুক্ত আলোচনায় সকলের উপস্থিতিতে যে সকল ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়নি তাদের কাছে শিক্ষক মন্ডলী ওয়াদা নেন যে আগামী দশই আগস্ট সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত স্কুলের আলাদা একটি কক্ষে বিশেষ ক্লাস প্রদান করা হবে সেই ক্লাসে যদি প্রত্যেকেই যথাসময়ে উপস্থিত হয় তাহলে এই ফলাফল সহ আগামীতে আর কোন ফলাফল এত লজ্জাজনক হবে না বলে আমরা আশা করি। শিক্ষাপ্রতিষ্ঠানের এই পদক্ষেপকে ছাত্রছাত্রীসহ অভিভাবক ও সুধীজন সাধুবাদ জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth