৩ মাসেও অপসারণ হয়নি গাছগুলো, ঝুঁকিপূর্ণ ভাবে চলছে পাঠদান ও খেলাধুলা
শঠিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
কাল বৈশাখী ঝড়ে স্কুল মাঠে ভেঙ্গে পরে ৩টি ইউক্যালিপ্টার্স গাছ। এতে ক্ষতিগ্রস্থ্য হয় বিদ্যালয়ের একটি ভবণের প্রচীর ও রেলিং। মাঠের মাঝখানে গাছগুলো পরে যাওয়ার কারণে ঠিকমত খেলাধুলা করতে পারছেনা শিক্ষার্থীরা। এছাড়াও, শিশুদের খেলাধুলার জন্য প্রায় ৪ বছর আগে নির্মিত খেলাধুলার মাসগ্রী ভেঙে গেছে। সেগুলো মেরাতম ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে উদ্যোগ নেই। এভাবেই চলছে শঠিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এরফলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে।
সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠের ঠিক মাঝখানে পরে রয়েছে ৩ টি ইউক্যালিপ্টার্স গাছ। গাছ চাপায় ভেঙ্গে গেছে প্রাচীর, স্টিলের রেলিং ও কিছু সরঞ্জাম। এছাড়াও প্রায় ৪ বছর আগে নির্মিত শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জামগুলো ভেঙ্গে গেছে। দির্ঘদিন ধরে এভাবে পড়ে থাকলেও সংস্কার কাজ হয়নি। শিক্ষার্থীরা ওই সরঞ্জারগুলোতে ঝুঁকিপূর্ণ ভাবে খেলাধুলা করছে।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে মাঠে দির্ঘদিন ধরে গাছগুলো পরে থাকলেও অপসারণে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছেনা। আমরা একাধীকবার প্রধান শিক্ষককে বলেছি তারপরও কোন কাজ হয়নি। আমরা ঠিকমত খেলাধুলা করতে পারছিনা।
অভিভাকেরা জানান, বিদ্যালয়টির নানা অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান নিম্মমুখী হচ্ছে। বিদ্যালয়ে একাধীক শিক্ষক থাকলেও টিকমত পাঠদান হচ্ছেনা। এছাড়াও নানাবিধ সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।
শঠিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরানী পারভিন আনছারী বলেন, গাছগুলো অপসারণ করার জন্য প্রক্রিয়া হচ্ছে। আমাদের শিক্ষা কর্মকর্তা ছিলেন না। একারণে দেরি হচ্ছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের গাছগুলো অপসারণের জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে অপসারণ হবে।