২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

নবাবগঞ্জে ৩০০ পিচ ট্যাপেনটাডল  ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার

4 months ago
533


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে  পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয়  ৩০০ পিচ ট্যাপেনটাডল  ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম ওরফে জিংকু (৩৬) ও সজীব মিয়া (২১) নামে  দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধায় অভিযান চালিয়ে   উপজেলার কাশিপুর গ্রামের মোবারকের আমের বাগান থেকে ৩০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ জাহাঙ্গীর আলম ও সজীব মিয়াকে হাতেনাতে  গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর আলম উপজেলার  চকধুলু গ্রামের মৃত আজাহার আলীর ছেলে, সজীব মিয়া পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মতিয়ার রহমানের  ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,  জাহাঙ্গীর আলম (৩৬) একজন কুখ্যাত মাদক কারবারী  , তিনি পার্শ্ববর্তী হাকিমপুর  উপজেলার সজীব মিয়ার (২১) থেকে ইয়াবা,গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কিনে নিজ এলাকায় বিক্রি  করে থাকেন।গ্রেফতারকৃত দু'জনের  বিরুদ্ধে  নবাবগঞ্জ থানায়  মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth