গঙ্গাচড়ায় বালু উত্তোলনের বোডিং থেকে দুই শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের আইয়ুব আলীর জমিতে অবৈধ বালু ব্যবসায়ী আজহারুল ইসলামের বালু উত্তোলনের গভীর বডিং থেকে বুধবার (৬ আগষ্ট) বিকেলে ২ শিশুর লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। শিশু দু'টি গতকাল (৫ আগষ্ট) সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান ওরফে রোমান (৮) ও নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মারুফ (৭) গতকাল থেকে অনেক খুজেও পাওয়া যায়নি। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় আজহারুলের বালুর পয়েন্টের বডিংএ খুজতে যায়। বডিং পানিতে পুর্ণ থাকায় তারা গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে ফোন করে। ইতোমধ্যেই স্থানীরা ওই বডিং এর গর্তের পানি থেকে আব্দুর রহমান ওরফে রোমানের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একই গর্ত থেকে অপর শিশু মারুফের লাশ উদ্ধার করে।
সেনাবাহিনীর সহায়তায় গঙ্গাচড়া থানা পুলিশ লাশ দুটি নিয়ে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, শিশুদের লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।