পদত্যাগপত্র জমা দিয়ে নিজ বিভাগ থেকে অফিস করছেন ছাত্র উপদেষ্টা
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াস প্রামাণিক পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। জানা গেছে, কয়েকজন শিক্ষার্থীর প্রতীকী প্রতিবাদের পর তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এ বিষয়ে প্রফেসর ড. ইলিয়াস প্রামাণিক বলেন, “পদত্যাগপত্র জমা দিয়েছি, তবে গৃহীত হবে কি না, সে সিদ্ধান্ত প্রশাসনের। আর আমার স্থায়ী কর্মস্থল হলো আমার বিভাগ, প্রশাসনিক ভবন নয়।”
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিকের কক্ষে শাড়ি ও চুড়ি রেখে প্রতীকী প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ বলেন, “এটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। উপাচার্য স্যার বা ইলিয়াছ স্যার নিজেরাই ভালো বলতে পারবেন। তবে শুনেছি, তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যতটুকু জানি, তিনি এখনো দপ্তরের পরিচালক হিসেবে অফিস ও মিটিংয়ে অংশ নিচ্ছেন।”
তবে সূত্র জানায়, পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নির্ধারিত কার্যালয়ে আর অফিস করছেন না।
গণমাধ্যমকে ড. ইলিয়াস প্রামাণিক বলেন,“আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের দপ্তর শিক্ষার্থীদের কল্যাণ ও পরামর্শ সংক্রান্ত কাজেই নিয়োজিত। আইনশৃঙ্খলা বা রাজনীতির বিষয় আমাদের আওতায় পড়ে না। তারপরও কেন এমন প্রতিবাদ হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।