২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

তারেক রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ

3 months ago
149


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজু বলেছেন, আওয়ামী দুঃশাসনে এই এলাকার মানুষ সবচেয়ে নির্যাতিত হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘরছাড়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হয়েছে এই এলাকার মানুষ। তাই এলাকার উন্নয়নের সবাই এখন তাকিয়ে আছে বিএনপির দিকে। দেশের মানুষ মনে করে তারেক রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ ।

দিনাজপুরের বীরগঞ্জে শনিবার সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে। বিএনপি কোন অপশক্তির কাছে মাথা নত করে না। দেশ নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দিবে প্রস্তুত রয়েছে বিএনপির নেতাকর্মীরা। ১৯৭১স্বাধীনতা যুদ্ধ ৯০ এবং ২৪শের গনঅদ্ভুত্থানের যোদ্ধাদের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল। বিএনপি উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের জন্য রাজনীতি করে। তাই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতির মঙ্গলে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। যদি জনগণ আমাদের সুযোগ দেয় এবং আমরা সরকারে আসতে পারি, তবে বীরগঞ্জ ও কাহারোলের চেহারা বদলে যাবে। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ হবে আমাদের অঙ্গীকার।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফেরদৌস মন্ডলের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহামুদুন্নবী ওয়ার্ড, মোঃ তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, বিএনািপ নেতা মোঃ আনিসুর রহমান, সুভাষ দাশ, যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী, কৃষক দলের সভাপতি মোঃ ফজলে আলম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ছাত্রদলের আহবায়ক মোঃ আকাশ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। সভায় দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth