২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

পাটগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

3 months ago
223


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব, পাটগ্রাম এর সভাপতি ইফতেখার আহাম্মেদের সভাপতিত্বে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্ত্বতা ঘোষণা করে যুক্ত হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও  পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় একাত্ত্বত জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সভাপতি মোস্তফা সালাউরুজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। মানববন্ধনে সাংবাদিকরা তুহিন হত্যাসহ দেশের সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার দাবি করে বলেন, অবিলম্বে সাংবাদিক তুহিন সহ সকল  হত্যার শিকার সাংবাদিকদের বিচার করতে হবে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধন শেষে  স্বরাষ্ট্র সচিব বরাবরে লিখিত একটি স্মারক লিপি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth