রংপুর হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ১জন মাদককারবারি আটক
নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও বহনকারী একটি পিকআপ সহ একজন মাদক চোরাকারবারি আটক হয়েছে।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে (১০ আগষ্ট) রাত ৩টায় তিস্তা ব্যারেজের উত্তরপাড় থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনের ব্যবহৃত পিকআপসহ একজন আসামি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানার হারিয়াকান্দা এলাকার পিকআপ ড্রাইভার আল আমিন বাবু (২৯)কে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে তথ্য আসে যে মাদকসহ চোরাকারবারী আসতেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ এবং সার্জেন্ট পলাশের নেতৃত্বে হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল সন্ধ্যা থেকে তিস্তা ব্যারেজ এলাকায় মোতায়েন করা হয় এবং রাত ৩ টার দিকে তিস্তা ব্যারেজের উত্তর গেইটের অবসরের সামনে বিশেষ চেক পোস্ট স্থাপন কালে একটি নীল রঙের ছোট পিকআপ রেজিস্ট্রেশন (ঢাকা মেট্রো ন ১৫-৫৫০৫) ঘটনাস্থলে পৌঁছলে সেখানে অবস্থানরত টহল পুলিশ দল পিকআপটি তল্লাশি করে এবং পিকআপের পিছনের বডির ছাদের এঙ্গেল এর মধ্যে বিশেষভাবে রক্ষিত পলিথিন এর মধ্যে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়।
এ বিষয়ে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয় ও আটককৃত আসামীর সাথে গাড়ির মালিকসহ অন্য কেউ মাদক পরিবহনের নিয়োজিত আছে কিনা এ বিষয়ে তদন্ত চলমান আছে।
এ প্রসঙ্গে রংপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ সীমান্তবর্তী থানা সমূহে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে এবং প্রয়োজন অনুযায়ী রাতে চেকপোস্ট স্থাপন করবে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।