২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

রাজারহাটে শ্বশুড়বাড়ির লোকজন কর্তৃক গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

3 months ago
318


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

রোববার(১০আগষ্ট) সকাল ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামে শ্বশুরবাড়ীর লোকজন কর্তৃক গৃহবধু ঝর্ণা বেগমের উপর নির্মম ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করেছে আহতের স্বজনসহ এলাকাবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনী মানববন্ধনকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

উল্লেখ্য, ঝর্ণা বেগমের স্বামী রফিকুল ইসলাম স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে ঢাকায় কর্মসূত্রে দ্বিতীয় বিয়ে করে। এদিকে প্রথম স্ত্রীকে বাড়ি থেকে তাড়াতে তার উপর পরিবারের লোকজন অমানবিক অত্যাচার করে। এতে গুরুতর আহত ঝর্ণা বেগম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এরই প্রতিবাদে ঝর্ণার স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে মানববন্ধন করে।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth