২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

1 month ago
122


নিজস্ব প্রতিবেদক:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনার মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী, পুকুরে মাছ অবমুক্তকরণ, সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, সমবায় কর্মকর্তা শারমিন বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম, সহকারী প্রোগ্রামার আফসানা রহমান, এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, সফলাচষি রিয়াজ, আলম, আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধিজন, মৎস্যচাষি, প্রমুখ। আলোচনা শেষে তিনজন সফল মৎস্য চাষিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth