১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ফুলছড়ির বুড়াইল মডেল কলেজে  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

1 week ago
59


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন, উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলিই একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন শিক্ষার্থীরা এ ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পদার্থ বিজ্ঞানের প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য দেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জামিল হোসেন, প্রভাষক বায়হাতুল ইসলাম প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান ও গোলাম কিবরিয়া, শিক্ষার্থী আম্বিয়া খাতুন ও আছফিয়া আকতার। তাঁরা শিক্ষার্থীদের সময়নিষ্ঠা, পাঠে মনোযোগ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে করতালিতে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth